ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম

সিলেটের সীমান্তবর্তী এলাকায় দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে ‍বিজিবি। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং বাংলাবাজারে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি জানায়, বিজিবির আওতাধীন জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং বাংলাবাজার বিওপির টহল দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। শ্রীপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানের সময় ১ হাজার ১৬৬ পিস ভারতীয় স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে।

চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে মালামাল ফেলে পালিয়ে যায়। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলমান।

এ ধরনের অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির সক্রিয় ভূমিকা আরও সুসংহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

MMS
আরও পড়ুন