ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীমঙ্গলে বজ্রপাত: নারিকেল গাছে আগুন

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:০৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট রোড এলাকায় হঠাৎ আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। বৃষ্টির মাঝেই হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত হয় একটি নারিকেল গাছের উপর। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আর নারিকেল গাছটির মাথায় মুহূর্তের জন্য আগুনের ঝলক দেখা যায়।

স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় আশেপাশে লোকজন থাকলেও কেউ আহত হয়নি। গাছটির একাংশ ভেঙে পড়ে এবং কিছুটা দগ্ধ হয়। ঘটনার পর কিছুক্ষণ এলাকার মানুষজন আতঙ্কে ছিলেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতের সময় সবাইকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন