সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের দায়ে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে জাফলং পর্যটন কেন্দ্র পরিদর্শনে শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ীবহর আটকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখায় যায় বিক্ষেভে নেতৃত্ব দিচ্ছেন যুবদল, ছাত্রদলের দায়ীত্বশীলসহ অনেক নেতাকর্মী। এ ঘটনায় জড়িত থাকায় উল্লেখিত নেতাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।
আরও জানা গেছে, শনিবার জাফলংয়ে পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের ব্রিফিং করেন। তারা জানায়, পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের পাথর কোয়ারী আর খুলে দেবে না সরকার। এমনকি লিজও দেওয়া হবে না ব্রিফিংয়ে জানান উপদেষ্টারা।
এতে ক্ষিপ্ত হয়ে পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাদের নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন জনতা। এতে প্রায় আধা ঘণ্টা উপদেষ্টাদের গাড়ি বহর আটকে রাখা হয়। পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উপদেষ্টারা ঘটনাস্থল ত্যাগ করেন।
জাফলংয়ের এ ঘটনায় বিব্রত হয়ে পড়েন উপদেষ্টারা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কোম্পানিগঞ্জ সাদাপাথর, উৎমাছড়া সফর বাতিল করেন উপদেষ্টারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপদেষ্টাদের গাড়ি আটকে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের কয়েকজন স্থানীয় নেতাকে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি আজির উদ্দিন।
