কারাগারে বন্ধুকে গাঁজা দিতে এসে নিজেই কারাগারে

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১০ এএম

হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে বন্ধুকে গাঁজা পৌঁছানোর চেষ্টাকালে ফজলু মিয়া (৪৫) নামে এক দর্শনার্থী ধরা পড়েছেন। তাকে যেতে হয়েছে কারাগারে।

শনিবার (১৯ জুলাই) বিকালে হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আটক ফজলু মিয়া শহরের মোহনপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, শনিবার বিকালে ফজলু মিয়া কারাগারে আটক এক বন্দির জন্য জামা-কাপড় নিয়ে যান। কারারক্ষীরা তল্লাশির চালান। এ সময় প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পান। 

পরে ঘটনাটি জেল সুপারকে অবহিত করা হয়। তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় ফজলু মিয়া জানায়, তার এক বন্ধু কারাগারে রয়েছে। তার জন্য এই গাঁজা নিয়ে এসেছে। 

AHA
আরও পড়ুন