সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সৌপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে ছাতক সেনা ক্যাম্প, থানা ও জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ওই যৌথ অভিযানে জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপর হামলা করে অপরাধীরা।
অভিযানে ১টি ২২ বোর এয়ারগান, ১টি চায়নিজ কুড়াল, ১টি দেশীয় রামদা, ১টি বটি দা, ৩টি ঢাল, ২টি কুচি, ১টি সুলফি, ঙটি নম্বরবিহীন মোটরসাইকেল, ২ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় কোনাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৩৭), একই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে রেজাউল করিম (২৮), সুলেমান মিয়ার ছেলে আমির হোসেন ইকবাল (২৯), আব্দুল কাদেরের ছেলে লায়েক হোসেন (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেনকে (২০) আটক করা হয়।
এ ঘটনায় অস্ত্র, মাদক ও পুলিশের কাজে বাধা প্রদান করার দায়ে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৫ জনকে পুলিশের রুজু করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬১, অস্ত্র উদ্ধার