মাধবপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়া কর্মসূচি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

‘হাত ধোয়ার নায়ক হোন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।  

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি জানান, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়।

অসুস্থতার কারণে শিক্ষার্থীদের অনুপস্থিতি ২৯-৫৭ শতাংশ কমে যায়। হাত পরিচ্ছন্ন রাখার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল বিস্তার কমে। এতে জীবানু ধংস হয়ে শরীর সুস্থ থাকে।

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান জানান, মাধবপুর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোঁয়া দিবস পালন করা হয়েছে।

NJ
আরও পড়ুন