ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাধবপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ১ জনের কারাদণ্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড ও ১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বীন কাশেমের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর।

অভিযানে বিভিন্নি অনিয়মের কারণে গ্রিণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, মাধবপুর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ঢাকা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ দালালকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, অভিযানের সময় একজন দালালকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বীন কাশেম সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় এখলাছুর রহমান নামে এক দালালকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন