দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সাবেক সচিবসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
ওবায়দুল কাদের ছাড়াও তালিকায় রয়েছেন সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সাবেক স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং সড়ক পরিবহন বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে রয়েছেন- ভূমি সচিব আবদুল জলিল, পানিসম্পদ সচিব জাফর আহমেদ খান, সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, রেল সচিব মোফাজ্জেল হোসেন, ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া।
দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করেন যে, মামলার আসামিরা সপরিবারে দেশ ছাড়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। সার্বিক দিক বিবেচনায় আদালত তাদের বিদেশ গমনে লাল বাতি জ্বালিয়ে দেন।
দুদকের তথ্যানুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা ৪০ একর জমি আইন ভেঙে সেতু কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের কর্মচারীদের আবাসন নির্মাণের জন্য ৯৯ বছরের লিজে দেওয়া হয়।
ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ এবং সেতু কর্তৃপক্ষ আইন-২০১৬ উপেক্ষা করে এই লিজ দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই মামলাটি দায়ের করা হয়।
আসামির জামিন দিতে বিচারককে ঘুষের প্রস্তাব পুলিশ সদস্যের: অতপর..
ট্রাইব্যুনালে সালমান ও আনিসুল: অব্যাহতি চেয়ে শুনানি আজ