নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে ভিত্তিহীন, মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করার বিষয়ে একাত্তর টিভি দুঃখ প্রকাশ করায় ক্রিকেটার মুশফিকুর রহিম বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এখানেই সমাপ্তি টানতে চান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, ৭১ টিভির প্রেরিত জবাব ও ব্যাখ্যা অনুসারে আমাদের দাবি অধিকাংশই তারা মেনে নিয়েছে। তারা পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। চ্যানেলটি স্বীকার করে নিয়েছে যে, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিতর্কিত প্রতিবেদনটি যে ভুল এবং তথ্যনির্ভর নয় তা বুঝতে পেরে সাথে সাথে তা সরিয়ে নিয়েছে। তারা জানিয়েছে, শুধুমাত্র প্রতিবেদনটি সরিয়ে ফেলাই নয়, তারা তাদের ভুল জনসম্মুখে স্বীকার করে খেলাযোগে “একাত্তর টিভি, খেলাযোগ পরিবার উক্ত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে” এই মর্মে প্রচার করেছে। তাছাড়া তারা একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমেও তাদের ভুল স্বীকার করে প্রতিবেদন প্রচার করেছে। একইসঙ্গে চ্যানেলটি সংশ্লিষ্ট প্রতিবেদককে অফিসিয়ালি সতর্ক করেছে বলে আমাদের লিখিতভাবে উক্ত জবাবে নিশ্চিত করেছে। চ্যানেল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, প্রতিবেদনটির ভুলের কারণে তারা গভীরভাবে অনুতপ্ত।
তিনি আরও বলেন, আপনারা জানেন মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। গত ১৮ বছর তিনি সুনামের সঙ্গে ক্রিকেট খেলে আসছেন। ৭১ টিভির খেলাযোগে প্রচারিত ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে মুশফিকুর রহিমের এই দীর্ঘ ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়। একইসঙ্গে খেলাযোগের এই প্রতিবেদনে শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে আমরা মনে করি। ভুল স্বীকার করা ও অনুতপ্ত হওয়াটাই তাই এ জাতীয় ভুলের জন্য যথেষ্ট, সেটা আমরা কেউ মনে করি না। কিন্তু যেহেতু উক্ত প্রতিবেদনের ভুল স্বীকার করে ৭১ টিভি ও খেলাযোগ দুঃখ প্রকাশ করেছে ও তারা তাদের ভুলের কারণে অনুতপ্ত, তাই জনাব মুশফিকুর রহিম বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এখানেই সমাপ্তি টানতে চান।
মুশফিক বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের নিয়ে উচ্চ ধারণা পোষণ করে এসেছেন সব সময়। দীর্ঘ চলার পথে ভালো-খারাপ উভয় সময়ে ক্রীড়া সাংবাদিকেরা পেশাদারিত্ব দেখিয়ে তার ও বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলেন, এই কারণে তিনি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তি আক্রমণের শিকার হওয়ায় এই ট্রমা কাটিয়ে ওঠা তার জন্য কঠিন হবে। তবে মুশফিকুর রহিম আশা করেন ভবিষ্যতে ৭১ টেলিভিশনের খেলাযোগ এই মারাত্মক ভুল থেকে শিক্ষা নিয়ে এমন মনগড়া ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে না। তিনি বিষয়টা এখানে আপাতত স্থগিত করতে আমাদের নির্দেশনা দিয়েছেন।
এর আগে গত ৯ ডিসেম্বর ৭১ টেলিভিশনকে লিগ্যাল নোটিশ পাঠান মুশফিক রহিম। নোটিশে সংবাদ প্রকাশ করায় অপূরণীয় সুনামহানি হয়েছে দাবি করে নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়।
