ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। রোববার (৩ মার্চ) দুপুরে ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরআগে, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ভোট কারচুপি, বহিরাগতদের দ্বারা ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদান, বুথে ভোটারদের উপর ভোটদানে বল প্রয়োগ করা হয়। নীল প্যানেলের কমিশন সদস্যদের মারধর ও রক্তাক্ত করা হয়। ককটেল নিক্ষেপ করে আইনজীবীদের আহত করার প্রতিবাদে, ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, আইনজীবী হারুনার রশিদ ভূইয়া, আব্দুল খালেক মিলন প্রমুখ।
