ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গণনায় হট্টগোল-মারামারি

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০১:১৩ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হলেও গণনার সময়ে ব্যাপক হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে চাপের মুখে ভোট গণনা ছাড়াই শুক্রবার (৮ মার্চ) ভোরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের শুধুমাত্র সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণা করেছেন।

আইনজীবীরা জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) রাতেই ভোট গণনার পক্ষে ছিলেন নাহিদ সুলতানা যুথি। অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা) প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক শুক্রবার ‘দিনের বেলায় গণনা চাচ্ছিলেন। এ বিষয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে গভীর রাতে হট্টগোল হয়। ভোরের দিকে সেটা মারামারির ঘটনার রূপ নেয়।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধর করার ভিডিও ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সরেজমিনে দেখো গেছে, সেখানে পুলিশ পাহারা। কয়েকজন আইনজীবী ছাড়া কাউকে দেখা যায়নি।

নির্বাচনের ব্যালট পেপার পুলিশের পাহারায় আছে বলে কয়েকজন আইনজীবী জানিয়েছেন। তবে  নির্বাচন পরিচালনা কমিটির কোনো সদস্যকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক বলেন, সকাল ৮ টার পর পুলিশের পাহারায় আমি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে বাসায় চলে এসেছি।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ভোটগ্রহণ শেষে আমরা ফলাফলের অপেক্ষায় ছিলাম । এখনো ফলাফলের অপেক্ষায় আছি। এখন আমরা ব্যালট বক্সও খুঁজে পাচ্ছি না, নির্বাচন কমিশনকেও খুঁজে পাচ্ছি না।

এদিকে বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।  নির্বাচনে ৫ হাজার ৩১৯ আইনজীবী ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৫৮  আইনজীবী। বুধবার প্রথম দিনের ভোট দিয়েছেন ৩২৬১ আইনজীবী। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাত হাজার ৮৮৮ জন। এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে।

RA/FI
আরও পড়ুন