ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে অর্থ পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের জামিন আবেদনের শুনানি ছয় মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।
সোমবার (২৭ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে অর্থ পাচারের মামলায় রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রফিকুল আমীন। সোমবার লিভ টু আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ তার জামিন শুনানি ৬ মাসের জন্য মুলতবি করেছেন। ৬ মাস পর আবার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
তিনি বলেন, এ মামলায় এরই মধ্যে ১০৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আশা করছি ৬ মাসের মধ্যে বিচার শেষ হবে। আমরা একথা আদালতে বলেছি। এ কারণে আদালত জামিন শুনানি ৬ মাসের জন্য মুলতবি করেছেন।
২০২২ সালের ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। পাশাপাশি তাকে ২০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সাজা দেওয়া হয়।
ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায়ে ৪৬ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করেন।
