ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

হাইকোর্টের এ আদেশের পর গত কয়েকদিন ধরে ব্যাটারিচালিত রিকশাচালকরা ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন, অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। 

গত ১৯ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক আদেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে আদেশ দেন আদালত। 

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের রুল দেন হাইকোর্ট। 

হাইকোর্টের এ আদেশের পর গত কয়েকদিন ধরে ব্যাটারিচালিত রিকশাচালকরা ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন, অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

MB
আরও পড়ুন