ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিকদের টবি ক্যাডম্যান:

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও বিচারকাজ চলবে

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই-আগস্টের গণহত্যার বিচার হচ্ছে। প্রতিশোধ নয়, ন্যায় বিচার হবে।

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, পলাতক শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলেও তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আশা করি, তারা বাংলাদেশের রুল অব ল’র প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের দুই-একটি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই-আগস্টের গণহত্যার বিচার হচ্ছে। প্রতিশোধ নয়, ন্যায় বিচার হবে।

 

MB/KK
আরও পড়ুন