ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক আইজিপি মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল ট্রাইব্যুনালে

এদিন পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়াও এদিন পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে। 

গত ৭ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দী দেন আইজিপি মামুন। গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি থানার ১৭টি মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়।

এদিকে গত ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ১২ নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা, গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

MB/AHA
আরও পড়ুন