ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভে শহীদ পরিবারের সদস্যরা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে সাড়ে সাত মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বিক্ষোভ করেন শহীদ পরিবারের সদস্যরা। এখনো অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিকে জুলাই গণহত্যার এক মামলার শুনানিতে মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রয়োজন দক্ষ ও সৎ জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, দ্রুত বিচারের দাবি উঠতেই পারে। তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা বিচারধীন। এর মধ্যে শুধু একটি মামলার তদন্ত শেষ হয়েছে।

JA