ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জামিন নামঞ্জুর, স্ত্রীসহ মিল্টন সমাদ্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:৫০ পিএম

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলায় মিল্টনের পক্ষে আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বলেন, ‘গত ৬ মে আদালত এই মামলায় অভিযোগপত্র আমলে নেন। তবে এর আগের দিন, ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যান। সে কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। আমরা সময়ের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে আজ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। কিন্তু আদালত শুনানি শেষে জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষকে আটকে রেখে নির্যাতন, এবং মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকাকালীন তার বিরুদ্ধে আরও একটি মারধরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে পরবর্তীতে তিনি তিনটি মামলায় জামিনে মুক্তি পান।

তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় মিল্টন সমাদ্দারের সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়। এই মামলার প্রেক্ষিতেই আজ তাদের আদালতে আত্মসমর্পণ এবং জামিন বাতিলের পর কারাগারে পাঠানো হলো।

FJ
আরও পড়ুন