অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ: সচিবালয়ের ১৪ কর্মচারী কারাগারে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

‘সচিবালয় ভাতার’ দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সচিবালয়ে কর্মরত ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক কে এম রেজাউল করিম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী। এছাড়া জনপ্রশাসন, স্বাস্থ্য, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। উল্লেখযোগ্য আসামিরা হলেন-  নজরুল ইসলাম, রোমান গাজী, আবু বেলাল, কামাল হোসেন, মো. তায়েফুল ইসলাম, বিপুল রানা বিপ্লব, মো. আলিমুজ্জামান, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, মিজানুর রহমান সুমন ও নাসিরুল হক নাসি।

গত ১০ ডিসেম্বর দুপুরে সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত কর্মচারীরা। পরে পুলিশি নিরাপত্তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। এ ঘটনায় ১১ ডিসেম্বর সচিবালয় থেকে ওই ১৪ জনকে আটক করা হয় এবং পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। কর্মচারীদের দাবি ছিল, মন্ত্রীদের মতো রাত পর্যন্ত কাজ করলেও তারা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

DR
আরও পড়ুন