ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক এমপি জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৫৯ এএম

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ছাত্রদল নেতাকে অপহরণের পর চোখ উপড়ে ফেলার অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য এম এ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন, কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আব্দুল জব্বার, মিরাজুল হক রিমন, আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খাঁন, মঞ্জুরুল বারী নয়ন, অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মো. শওকতসহ অজ্ঞাত আরও ২৫ জন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাত সোয়া ১টার দিকে ঢাকা থেকে ট্রেনযোগে কুমিল্লা স্টেশনে নেমে নিজ বাসা কালিয়াজুরি যাওয়ার পথে এমপি জাহেরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে রড দিয়ে শরীর ও মাথায় আঘাত করে। এক পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আবু তৈয়ব অপি ছুরি দিয়ে গোলাম কিবরিয়ার চোখ দুটি উপড়ে ফেলেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ গোলাম কিবরিয়াকে ওই অবস্থায় আটক দেখিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়। এরপর গোলাম কিবরিয়াকে সেখান থেকে মিথ্যা মামলায় কোর্টে চালান দেওয়া হয়। আসামিদের অত্যাচার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ভয়ের কারণে চেষ্টা করেও মামলা দায়ের করতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করেছেন সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া।

RA/SN
আরও পড়ুন