ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লতিফ সিদ্দিকীর জামিন শুনানি দুপুরে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাত আসামি জামিনের জন্য আবেদন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে অ্যাডভোকেট কায়েস আহমেদ অর্নব জামিন আবেদন করেন।

অ্যাডভোকেট অর্নব জানান, দুপুরে জামিন বিষয়ে শুনানি হবে এবং আশা করা যাচ্ছে আসামিরা জামিন পাবেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার ও আব্দুল্লাহীল কাইউম।

মামলার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধ ও জাতির অর্জন রক্ষার লক্ষ্যে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ২৮ আগস্ট ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি গোল টেবিল আলোচনা সভায় হঠাৎ করে একদল ব্যক্তি হট্টগোল শুরু করে, দরজা বন্ধ করে আলোচনাসভায় প্রবেশকারী বেশ কয়েকজনকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে। এ ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করে।

পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন, এরপর আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অপর আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুলসহ অনেকে।

DR
আরও পড়ুন