দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) আবেদনটি বিচারপতি মহিউদ্দিন শামীম ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকাভুক্ত রয়েছে।
এর আগে, গত ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে, জামিনের আবেদন জানালে ৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর বিশেষ জজ আদালত তা নামঞ্জুর করে। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬ জুন এই মামলাটি করে। অভিযোগে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।
এই প্রকল্পের অধীনে শেখ হাসিনা ছাত্রী হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নির্মাণকাজে দুর্নীতি হয়েছে বলে দুদক জানায়।
মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, তার পূর্বসূরি অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আবদুস সালাম বাচ্চু, এবং ঠিকাদার এম এম হাবিবুর রহমান।
মামলাটি তদন্ত করছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১।
প্রসঙ্গত, অধ্যাপক কলিমুল্লাহ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেরোবির উপাচার্যের দায়িত্বে ছিলেন। তার আগের মেয়াদে, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক নূর-উন-নবী।
