ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বার কাউন্সিলের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণের লিখিত পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছেন ৭,৯১৭ জন শিক্ষানবিশ আইনজীবী। পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে বার কাউন্সিল। শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

রোববার (২৬ অক্টোবর) বার কাউন্সিলের তথ্য বিভাগের কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অকৃতকার্য পরীক্ষার্থীদের রিভিউ-এর সুযোগ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা আবেদন করতে পারবেন।’

এর আগে প্রতিষ্ঠানটির সচিব, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবার মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পর রেজিস্ট্রেশন করে এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করেন তারা। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল।

NB/SN
আরও পড়ুন