ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। এতে করে এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটি সহায়ক ব্যবস্থা মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে ফুল জাজমেন্ট আসবে। বাংলাদেশের মানুষ আজ থেকে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট আর রাতে হবে না, এমনকি মৃত মানুষ এসে ভোটও দিয়ে যাবে না। 

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এবং এই সংশোধনীর পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। 

হ্যাঁ-না ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নির্ধারিত হবে কি না জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, না। এ অবস্থাকে রিস্টোরড করা হয়েছে। পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়ছে। তত্ত্বাবধায়ক সরকার কোনো কোরান বা বাইবেল নয়। এই রায়ের মাধ্যমে কোরান বা বাইবেলিক হয়ে যাবে, এমন কিছুই হবে না। ২০ বছর পর যদি মানুষ মনে করে এই ব্যবস্থা পঁচে গেছে, গণতন্ত্র রক্ষায় এর থেকে ভালো কোনো নতুন ব্যবস্থা এসেছে, তখন পার্লামেন্ট সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

পূর্বের রায়কে আপিল বিভাগ কলঙ্কিত মনে করছে, এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সে রায় কলঙ্কিত বলেই বাতিল করা হয়েছে। এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক ও তার সহযোগীরা দণ্ডবিধি ২১৯ ধারায় অপরাধে অভিযুক্ত। মুখের রায়কে প্রাধান্য দেওয়া হয়েছিল।  মুখ দিয়ে রায় বলে ফেললে সেটা রায় হয়না, রায় পরিবর্তনের জন্য আইনি পদ্ধতি রয়েছে। 

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, যে অংশটুকু বাতিল করা হয়েছে, সে বিষয়ে আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হয়নি।

রাজনৈতিক অবস্থার ওপর রায় নির্ভর করে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এটা মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে যে নির্বাচন হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের পথে হাঁটবে, কোনটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য, সেটা আপনারাই বিবেচনা করবেন। এটা কোনো গণতান্ত্রিক নয়, এটা হলো এক আইনি রায় বলে তিনি মন্তব্য করেন। 

AHA
আরও পড়ুন