গুম ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে পান্নার নাম শোনা গেলেও, তিনি জানান আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, তাই তার পক্ষে লড়া অনৈতিক হবে।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সহকর্মী, সহযোদ্ধা সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন গ্রহণ করুন। আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সেটা হলো সম্প্রতি আপনারা জানেন যে, আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয়া শেখ হাসিনাকে ডিপেন্ড করার জন্য আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। বলেছিলাম তাকে ডিপেন্ড করবো। তো আদালত বললো যে আপনি তো পারেন না। বিকজ সি ইজ ফিউজিটিভ।’
তিনি আরও বলেন, ‘ম্যানুয়ালি প্রসিকিউশন বললো যে অনলি স্টেট ডিপেন্ডের প্রবেশনটা আছে। বললাম ওকে। এনিহাউ আমি ডিপেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই। যে আদালতে তার আস্থা নেই, সে আদালতে তো তাকে আমি ডিপেন্ড করতে পারি না। উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফরমালি যদিও আমি অ্যাপয়েন্ট পাইনি। পেলে তাকে ফরমালি জানাবো। না পেলে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিপেন্ড করার জন্য দাঁড়াব না। যা হবার হবে। দেখা যাবে।’
এর আগে গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ পলাতক আসামিদের পক্ষে শুনানির জন্য আইনজীবী হিসেবে জেড আই খান পান্নার নাম ঘোষণা করেন। তবে পান্না দাবি করেন, তিনি এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি।
আগামী ৩ ডিসেম্বর গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
শেখ হাসিনার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেড আই খান পান্না