চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে রেললাইন মেরামতের সময় ট্রেনের ধাক্কায় ১১ জন রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন স্টেশনের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার ভোরে লুওয়াংজেন স্টেশনের কাছে একটি বাঁকানো রেলপথ অতিক্রম করার সময় ট্রেনটি কর্মীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন কর্মী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
সিনহুয়া আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত লাইনে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে চীনে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা কমে এলেও একেবারে বন্ধ হয়নি। এর আগে ২০২২ সালে গুইঝো প্রদেশে ভূমিধসের কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে একজন এবং ২০২০ সালে হুনান প্রদেশে লাইনচ্যুত হয়ে একজন নিহত হন।
তবে দেশটিতে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল ২০১১ সালে। সেবার ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোতে দ্রুতগতির একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনকে ধাক্কা দিলে ৪০ জন নিহত হন। তারও আগে ২০০৮ সালে শানডং প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ৬৬ জন।
সূত্র: আলজাজিরা
হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৫৫
ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
