ঢাকা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের রেকর্ড গড়া সংগ্রহ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে আইরিশরা। ফলে ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে করতে হবে রেকর্ড ১৮২ রান।

এটি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোর ছিল ঘরের মাঠ বেলফাস্টে করা ১৪৫ রান। আর আগে ব্যাট করে বাংলাদেশকে তারা সর্বোচ্চ ১৪১ রানের লক্ষ্য দিয়েছিল ২০১২ সালে। আজ চট্টগ্রামে সেই সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল সফরকারীরা।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও টিম টেক্টরের উদ্বোধনী জুটিতে মাত্র ৪ ওভারেই আসে ৪০ রান। ব্যক্তিগত ২১ রানে স্টার্লিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর বড় ভাই হ্যারি টেক্টরের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে বিদায় নেন টিম টেক্টর। আউট হওয়ার আগে তিনি খেলেন ৩২ রানের ঝোড়ো ইনিংস।

তবে আইরিশদের বড় সংগ্রহের মূল কারিগর হ্যারি টেক্টর। তিনি ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়ে ৬৯ রানে অপরাজিত থাকেন। তার ৪২ বলের এই বিধ্বংসী ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। এছাড়া কার্টিস ক্যাম্ফার ২৪ ও লরকান টাকার ১৮ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। শেষদিকে জর্জ ডকরেল ১২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। তবে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ছিল ফিল্ডিংয়ে পারভেজ হোসেন ইমনের একটি দুর্দান্ত ক্যাচ। তানজিম সাকিবের বলে কার্টিস ক্যাম্ফারের উঁচিয়ে মারা বলটি পাখির মতো উড়ে তালুবন্দি করেন তিনি।

DR
আরও পড়ুন