ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই আদালত এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। মামলাটি গত ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন দায়ের করেন। পরে আরও আসামি যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তা।
গত ৩১ জুলাই তিনটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ পর্যন্ত ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানিয়েছেন, রায় ঘোষণার পর মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হতে পারে।
হাসিনার সঙ্গে রেহানা-টিউলিপের রায় আজ