মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, মাস্টারমাইন্ড সবুজ গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে বাসার সামনেই এলোপাতাড়ি কুপিয়ে বিল্লাল হোসেন ওরফে বাবুকে (২৬) হত্যা ও তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ এজাহারভুক্ত দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বাসার সামনেই বাবা আবুল কাশেমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় ছেলে বিল্লাল হোসেন বাবু বাবাকে বাঁচাতে গেলে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যার নেপথ্যে মূল মাস্টারমাইন্ড ছিলো ইকবাল হোসেন সবুজ। তার কাছ থেকে সোহেল নামে এক ফল ব্যবসায়ী সুদের টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

AHA