ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আসিফ নজরুলের সাথে মেহজাবীন!

লক্ষ্যণীয়, এ ধরনের মিথ্যা অপপ্রচার ও ভুয়া ফটোপোস্ট দেয়া হয়েছে ফেক বা ভুয়া আইডি থেকে, যা ফেসবুক নীতিমালায় সম্পূর্ণ নিষিদ্ধ। গুজব সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করাই এর উদ্দেশ্য।

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৯:০০ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ভুয়া ছবি ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছে।রিউমর স্ক্যানার ডমট কম জানাচ্ছে, ড. আসিফ নজরুলের সাথে মেহজাবীন চৌধুরীর এই ছবিটি আসল নয়, বরং আইন উপদেষ্টার সাথে তার স্ত্রী শীলা আহমেদের ভিন্ন একটি ছবি সম্পাদনা করে মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল বসিয়ে ওই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

লক্ষ্যণীয়, এ ধরনের মিথ্যা অপপ্রচার ও ভুয়া ফটোপোস্ট দেয়া হয়েছে ফেক বা ভুয়া আইডি থেকে, যা ফেসবুক নীতিমালায় সম্পূর্ণ নিষিদ্ধ। গুজব সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করাই এর উদ্দেশ্য। এসবই সাইবার ক্রাইম।

অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম জেনেছে, ড. আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ২৪ জুলাই ‘আমার হজযাত্রা-১’ শিরোনামে প্রকাশিত একটি পোস্টে আসিফ নজরুলের সাথে স্ত্রী শীলা আহমেদের একটি ছবি প্রকাশ হয়। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে ভুয়া ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধুমাত্র মেহজাবীনের স্থলে শীলা আহমেদকে দেখা যাচ্ছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ছবিতে শীলা আহমেদের মুখমণ্ডলের জায়গায় মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল বসিয়ে ওই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন