ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ—এমন প্রতারণা ফাঁদে পা দিয়ে লক্ষ্মীপুর থেকে অসংখ্য নারী-পুরুষ শাহবাগে জড়ো হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে এমন বেশ কিছু মানুষকে পুলিশ হটিয়ে দেয়।
জানা যায়. রোববার (২৪ নভেম্বর) রাতে ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে ৩টি যাত্রীবাহী বড় বাস ও ৭টি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করে।

বাসযাত্রী নারী-পুরুষরা জানান, একটি চক্র ২৫ নভেম্বর রাজধানীর শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদেরকে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা এক হাজার টাকা নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষ থেকে দেওয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ—এমন মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুলসংখ্যক গ্রামের নারী-পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। ৩টি বাস ও ৪ টি মাইক্রোবাস জব্দ আছে।
তিনি জানান, তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায়। মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়।
