ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডেমরায় জাল টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

রাজধানীর ডেমরা এলাকা থেকে বিপুল জাল টাকা ও মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের হোতা দ্বীন ইসলাম ওরফে লালন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮ হাজার টাকার বিভিন্ন জালনোট ও একটি ১২৫ সিসি গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে রাতেই ডেমরা থানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। 

দ্বীন ইসলাম মুন্সীগঞ্জের গজারিয়া থানার বড়কান্দি এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তিনি ডেমরার মহাকাশ রোডের আলাউদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি টহল টিম মঙ্গলবার গভীর রাতে ছিনতাই প্রতিরোধে এলাকায় ডিউটি করছিলেন। এ সময় জালটাকার কারবারি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।  

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান বলেন, তিনি বহুদিন যাবৎ জালটাকার ব্যবসা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

AHA/KK
আরও পড়ুন