ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারী নির্যাতন রোধে পুলিশের হটলাইন চালু

এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেইজ আগের মত চালু বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম

দেশে নারী নির্যাতন প্রতিরোধে তিনটি হটলাইন নম্বর চালু করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হটলাইন নম্বরগুলো হল- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে এই হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যে কোনো স্থানে ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেয়া যাবে। ২৪ ঘণ্টা সেগুলো চালু থাকবে।’

এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেইজ আগের মত চালু বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাগুরায় শিশু ধর্ষণের পর থেকে সারা দেশে ধর্ষণ-নারী নির্যাতন বিরোধী আন্দোলন জোরদার হয়েছে। এরই প্রেক্ষাপটে হটলাইন সেবা চালু করল পুলিশ।

আরও পড়ুন