ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সকলকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ পুলিশের

আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:২৭ পিএম

সবাইকে প্রতারক চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৫ মে) এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবার এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং চক্রের ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ বলছে, জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

Raj/AHA
আরও পড়ুন