ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আটক সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম

গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। পরে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করে পুলিশ। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়েছে। বিষয়টি এমন নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ। 

ডিএমপি জানিয়েছে, হত্যা মামলার আসামি হিসেবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল ও উদ্দেশ্যমূলক।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।’ 

তিনি জানান, ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানার চলতি বছরের এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।

AHA
আরও পড়ুন