গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন- মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী(৪৮)।
ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তী সময়ে বাস তল্লাশি করে মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামের দুই মাদক কারবারিকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি ঢাকায়।
আটক ব্যক্তিদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইননি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৫৫২