রাজধানীর মতিঝিল ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রুবেল (৪৯)। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সৎ ভাই রনি ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই পাভেল জানান, রনি দীর্ঘদিন ধরে রুবেলের কাছ থেকে টাকা ধার করে রেখেছিল। সেই টাকা ফেরত চাওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
