বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার (১০ ডিসেম্বর) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনি বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনি বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় মোট নম্বরের অন্যূন ৪০ শতাংশ পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ (১ অনুপাত ২) অনুপাতে নির্বাচনি বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে এনটিআরসিএ।
ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় মোট নম্বর থাকবে ২০ এবং এখানেও পাস নম্বর হবে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করার জন্য জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দায়িত্ব পালন করে থাকে। সংস্থাটির নিজস্ব পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের একটি মেধাতালিকা তৈরি করা হয় এবং এই তালিকার ভিত্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।
১৮তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি