পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর শিক্ষার্থীদের দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভিসি-প্রক্টরসহ প্রশাসনিক ভাবনের মূল ফটক অবরুদ্ধ করে রাতভর বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এর আগে, রাত একটার দিকে বিজয়ের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীর ওপর অত্যাচারের প্রতিবাদে সড়কে পাকিস্তানের পতাকা আঁকে চারুকলা বিভাগের এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীদের একটি পক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা দেয়ার অভিযোগ করেন ছাত্রদল নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভিন্ন দেশের কোনো পতাকা অঙ্কন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু তারা কোনো ধরনের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ের গেটে পাকিস্তানের পতাকা অঙ্কন শুরু করলে আমাদের প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করে। তবে তারা তা উপেক্ষা করে পতাকা অঙ্কন সম্পন্ন করে।
আজ রাজধানীতে যান চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা