জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ও শাখা ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) ১০টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলেছেন দুই প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের অভিযোগ, শাখা ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের টোকেন নম্বর বা ফোল্ডিং—যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালেট নম্বর আছে, এই ব্যালেট নম্বর ভেতরে ঢুকছে। অপরদিকে শিবিরের দাবি, ছাত্রদল প্যানেলের এজেন্টরা বিভিন্ন কেন্দ্রে উঁকি দিয়ে দেখছে, ভোটার কাকে ভোট দিচ্ছেন।
ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানে’র ভিপি পদপ্রার্থী রাকিব বলেন, ‘আমরা সকালবেলা ভোটকেন্দ্রে প্রবেশ করে দেখতে পাই, একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন নম্বর বা ফোল্ডিং—যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালেট নম্বর আছে, এই ব্যালেট নম্বর ভেতরে ঢুকছে। অথচ নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলাছিল যে, কোনো প্রার্থীর টোকেন নম্বর ক্যাম্পাসে ঢুকবে না। তাদের টোকেন ভোটকেন্দ্রেও পৌঁছে গেছে।’
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পাশাপাশি একটি হল সংসদ নির্বাচনে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দিচ্ছেন। বিকাল ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকবেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, জকসুর বিভিন্ন পদের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং ৭টি সদস্য পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীর নাম রয়েছে।
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জকসু নির্বাচন: কড়া নজরদারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস