জকসু নির্বাচন

শিবিরের প্যানেল থেকে ইনকিলাব মঞ্চের ২ প্রার্থীর জয়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন ইনকিলাব মঞ্চের দুই শীর্ষ নেতা। তারা হলেন- জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব শান্তা আক্তার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪,৪৭০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছেন ২,৯১৩ ভোট। নূর মোহাম্মদ ১,৫৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন। অন্যদিকে, সদস্য সচিব শান্তা আক্তারও একই প্যানেল থেকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

নির্বাচনের সামগ্রিক ফলাফলে দেখা যায়, জকসু’র মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস এবং এজিএসসহ ১৬টি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে শিবিরের প্যানেল। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল ৪টি পদে এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

DR/SN
আরও পড়ুন