২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় (SSC Exam 2026) ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর (Scientific Calculator) ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেন্দ্রে আনা যাবে না।
একনজরে এসএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম
| বিষয় (Topic) | নির্দেশনাবলী (Instructions) |
| অনুমোদিত ক্যালকুলেটর | পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর (Normal Calculator) এবং নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। |
| সায়েন্টিফিক মডেলসমূহ | fx-82MS, fx-100MS, fx-570MS, fx-991MS, fx-991EX, fx-991ES, fx-991ES Plus, fx-991CW। |
| নিষিদ্ধ ক্যালকুলেটর | যেকোনো ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর (Programmable Calculator) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। |
| স্মার্ট ডিভাইস | ক্যালকুলেটর মেমোরি ফাংশন বা গ্রাফিং সুবিধা সম্পন্ন হতে পারবে না। মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যাবে না। |
| বোর্ড কর্তৃপক্ষ | ঢাকা শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় এই নিয়ম কার্যকর হবে। |
অনুমোদিত ক্যালকুলেটর মডেলসমূহ (Approved Calculator Models)
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া ৮টি মডেল হলো:
- Casio FX-82MS, FX-100MS, FX-570MS
- Casio FX-991MS, FX-991EX, FX-991ES
- Casio FX-991ES Plus, FX-991CW
এই মডেলগুলোর বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে তা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ নেই।
এসএসসি পরীক্ষা ২০২৬: অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর তালিকা
| ক্রমিক নং | ক্যালকুলেটর মডেল (Calculator Model) | ধরণ (Type) |
| ১ | FX-82MS | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ২ | FX-100MS | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৩ | FX-570MS | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৪ | FX-991MS | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৫ | FX-991EX | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৬ | FX-991ES | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৭ | FX-991ES Plus | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
| ৮ | FX-991CW | সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) |
পরীক্ষার রুটিন ও ফরম পূরণ আপডেট (SSC Routine & Form Fill-up)
২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা (Practical Exam)।
এদিকে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ (SSC Form Fill-up) চলছে, যা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা 'সোনালী সেবার' মাধ্যমে ২৫ জানুয়ারি পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন।

