রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলে চার বহিরাগতসহ এক সাবেক শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসন।
মঙ্গলবার (৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ এবং গেট থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন রায়হান হুসাইন, আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ এবং শুভ। তাদের মধ্যে রায়হান এবং শান্ত উভয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শামীম ঢাকা পলেটেকনিক ইন্সিটিউটের সাবেক শিক্ষার্থী, আতিকুর রহমান স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপআউট হওয়া শিক্ষার্থী।
তথ্যসূত্রে জানা যায়, নবাব সিরাজউদ্দৌলা হলের এ ব্লকের ৩১১ নম্বার রুমেগত (সোমবার) রাতে এসে উঠেন আতিকুর রহমান। বাকি তিনজন বহিরাগত বিভিন্ন সময় হলে এসে ভিন্ন রুমে অবস্থান করছিলেন। বিকালে রায়হান, শুভ, শামীম এবং শান্ত মিলে হলের ছাদে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের হাতে আটক হন। অন্যদিকে আতিকুর রহমানকে মাদকসহ হল গেট থেকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের ৫ জনকেই শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমি আসলে লজ্জিত আমার হলের এই রকম একটা ঘটনায়। আজকাল অনেক ভালো ভালো পরিবারের ছেলে-মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। আমাদের এই বিষয়ে সচেতন থাকা উচিত। মাদকাসক্ত দের রিহ্যাবে পাঠিয়ে বা মোটিভেশন দিয়ে ঠিক পথে নিয়ে আসা উচিত।
মাদক সেবন ও আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হারুন-উর-রশিদ বলেন, আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যারা মাদক বহন করবে, মাদক খাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে তাদের ক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান। কোন ক্রমেই তাদের ছাড় দেওয়া হবে না।
