ডিআরএমসি সমাজসেবা ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:১০ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) সমাজসেবা ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৯ মে) কলেজ ক্যাম্পাস থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, কলেজের ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি সমাজসেবা ক্লাবের মডারেটর প্রভাষক মো. খায়রুজ্জামান, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবক।

আয়োজকরা জানান, বৈশ্বিক উষ্ণতারোধে শিক্ষার্থীদের ঢাকা শহরসহ দেশব্যাপী বৃক্ষরোপণে সম্পৃক্ত করা এবং সমাজসেবামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে সৎচিন্তা, সৎকর্ম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সামজসেবা ক্লাবের এ আয়োজন।

MHR/AS
আরও পড়ুন