আপগ্রেডেশন নীতিমালা সমুন্নত রাখার দাবিতে চুয়েটে অবস্থান কর্মসূচি 

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আপগ্রেডেশন ও উচ্চতর স্কেল/সিনিয়র স্কেল প্রদান সংক্রান্ত বিধান- ২০২২ সমুন্নত রাখার দাবিতে অর্ধ-দিবস অবস্থান কর্মসূচির আয়োজন করে চুয়েট স্টাফ এসোসিয়েশন।

রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ২ (ভিসি ভবন) সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে চুয়েটের প্রায় দুইশত কর্মচারী উপস্থিত হন। কর্মসূচি সকাল ৯টায় শুরু হয় এবং ১টা ৩০ পর্যন্ত চলে।  এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে টেলি-কনফারেন্সের একাত্মতা পোষণ ও বক্তব্য দেওয়া হয়৷ 

স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ২০২২ সালে স্টাফদের জন্য প্রণোদিত নীতিমালা কোনো কারণ ছাড়াই রিভিউর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এই রিভিউ করা নীতিমালার বিষয়ে প্রশাসনের সাথে আলোচনায় বসতে চাইলেও তারা আমাদের সাথে কোনো আলোচনায় বসেনি। তাই এই রিভিউ করা নীতিমালা আমরা মানি না। আগের নীতিমালা পুনর্বহাল রাখতে হবে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য ২০২২ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিমালা প্রনয়ন করে। তবে বর্তমানে এই নীতিমালা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ZM