চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন বিভাগে চলমান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক পর্যায়ে চলমান লেভেল-৩ টার্ম-১ এবং লেভেল-২ টার্ম-১ পরীক্ষা ২০২৩ এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষা সমূহের তারিখ ও সময়সূচি পরবর্তীতে স্ব স্ব বিভাগ/ ইন্সটিটিউট থেকে ঘোষণা করা হবে।
ঘোষণার বিষয়ে জানতে চাইলে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির পরিস্থিতির জন্য এক সমন্বিত সভায় চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক এবং বিভিন্ন অনুষদের ডীনদের উপস্থিতিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো কখন হবে এ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও তিনি জানান।
