ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষাকে বাণিজ্য নয়, নাগরিক অধিকার মনে করি: ইউডা চেয়ারম্যান

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৫৫ পিএম

দেশের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার রীতি অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। শিক্ষাকে আমরা বাণিজ্য নয়, নাগরিক অধিকার মনে করি।

সোমবার (১ জুলাই) বেলা ১২টায় ইউডার অডিটোরিয়ামে ভর্তি মেলার উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিব খান বলেন, দেশের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০% শতাংশ ছাড়ে ভর্তি মেলার আয়োজন করেছে। তাই এবারের ভর্তি মেলা উপলক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য ও সৃষ্টিশীল গরীব মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে সিদ্ধান্ত নিয়েছে।

মুজিব খান আরও বলেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এই মেলার আয়োজন করেছে। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মেধা ও তাদের অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করবে ইউডা এবং আরও থাকবে বাড়তি অন্যান্য সুবিধাসমূহ।

তিনি আরও বলেন, মেলায় শিক্ষার্থীর এসএসসি, এইচএসসির মেধার অর্জিত ফলাফল বা জিপিএর ভিত্তিতে টিউশন ফিতে থাকছে যথাক্রমে ৫০%, ২৫% ও ২০% ছাড় সুবিধা। মুক্তিযোদ্ধা ও প্রত্যন্ত এবং অনুন্নত অঞ্চলের মেধাবী অথচ দরিদ্র কোটায় বিনাবেতনে সরকার নির্ধারিত কোটায় অধ্যয়নের সুবিধা। সকল শিক্ষার্থীর জন্য ভর্তি ফি এর উপর দেয়া হচ্ছে ৫০% ছাড় সুবিধা। হোস্টেলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ এবং শিক্ষার্থীদের পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণের বিশেষ সুযোগ।

তিনি আরও বলেন, অদম্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনবোধে বিনা বেতনে উচ্চশিক্ষা গ্রহণের ব্যবস্থা করবে ইউডা কর্তৃপক্ষ।

ভর্তি মেলা চলবে ১ জুলাই থেকে ৭ জুলাই, ২০২৪ পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাত মসজিদ রোডে ইউডার রেজিস্ট্রার ভবনে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক, কলা অনুষদের ডিন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদুল্ল‍্যাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী, বিভিন্ন উইং এর পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,  ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী। 

RY/WA
আরও পড়ুন