ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, খুলল হাবিপ্রবির আবাসিক হল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:০৬ এএম

দুই দিন ধরে অস্ত্র উদ্ধার অভিযানের পর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি’র) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে হলগুলোতে প্রবেশ করতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার ও বুধবার এই দুদিনে হাবিপ্রবি’র ৯টি আবাসিক হলের মধ্যে চারটি হল থেকে সামুরাই ও রামদাসহ উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র। উদ্ধার হয়েছে মদের বোতল, গাঁজা ও মাদক সেবনের সামগ্রীও। 

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর মো. সাইফুর রহমান।

হাবিপ্রবি সূত্রে  জানা যায়, গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয় ৯টি আবাসিক হল খুলে দেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু বিরাজমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১২ আগস্ট হলগুলো খুলে দেওয়া হয়নি।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে রেজিস্টার মো. সাইফুর রহমান সিদ্ধান্ত নেন হলগুলো যাতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার মধ্যে অবস্থান করতে পারেন, সেই ব্যবস্থা করেই শিক্ষার্থীদের হলে তোলা হবে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বেশ কয়েকটি আবাসিক হলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন আবাসিক হলে শুরু হয় অস্ত্র উদ্ধার অভিযান।

একটি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে এসব অস্ত্রশস্ত্র জড়ো করা হয় হাবিপ্রবির আবাসিক হলগুলোতে।

এদিকে হলগুলো থেকে অস্ত্র উদ্ধার অভিযানের পর বুধবার সন্ধ্যা থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়। ফলে বুধবার সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করতে শুরু করে।

রেজিস্টার প্রফেসর মো. সাইফুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য হলগুলো নিরাপদ ছিল না। মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয় নয়টি হলের মধ্যে তাজউদ্দীন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুরাই, লোহার রড, হকিস্টিক, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় বেশ কয়েকটি মদের বোতল গাঁজা ও মাদক সামগ্রী। তাই দু’দিনধরে উদ্ধার অভিযান শেষ করে সাধারণ শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি কার্যক্রম চালুর কথা রয়েছে।

SM/FI
আরও পড়ুন