ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাকৃবির শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শহীদি মার্চ’ পালিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে মিছিলটি সমাপ্ত করেন। 

এ সময় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সর্দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ, বাকৃবির বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকের শহীদি মার্চ আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াইয়ের প্রতীক। এই আন্দোলন শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের অধিকার নয়, বরং সমাজের সর্বস্তরের বৈষম্যের বিরুদ্ধে একটি জাগরণ। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই বার্তা দিতে যে, অন্যায় বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে আমরা কখনও নতি স্বীকার করবো না। শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য, আর তাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে আজকের এই কর্মসূচি। শিক্ষার্থীরাও এ সময় শেখ হাসিনার বিচারের দাবি জানান।

AHA/FI
আরও পড়ুন