বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরণ এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'দোহের গান ও কাওয়ালি সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে। আজাদী মঞ্চের আয়োজনে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ওস্তাদ জুলকারনাইন কাওয়াল ও তারেক রহমান কাওয়ালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে শুরু হয় এ অনুষ্ঠান। আরবি বিভাগের শিক্ষার্থী জায়িদ হাসান জোহার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
কাওয়ালি সন্ধ্যার শুভেচ্ছা বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ বলেন, দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যায় আজকের এই আয়োজন যাদের রক্তের ওপর দাঁড়িয়ে করতে পারছি প্রথমেই সেই শহীদদের স্মরণ করছি। মহান আল্লাহ সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। সেই সাথে যারা আহত হয়েছেন, শ্রম দিয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরও বলেন, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। অন্তত ভালোবাসা দিয়ে, দেশীয় সংস্কৃতি, আমাদের বিশ্বাসের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা সেই ঋণ শোধ করতে চাই।
সুহাইল মাহমুদ নামের এক শিক্ষার্থী বলেন, জুলাইয়ে স্বৈরাচারের হামলায় সবাই ক্যাম্পাস ছাড়া ছিলাম। দীর্ঘদিন পর আজ ক্যাম্পাসে শহীদ স্মরণে আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় 'মওলা মওলা মওলা মেরি মওলার' সম্মিলিত আওয়াজে ম্লান। ৭৫৩ একরের ক্যাম্পাস হোক ছাত্রদের, সংস্কৃতির, ঐতিহ্যের।
অনুষ্ঠানে কাওয়ালি গান, দেশের গান, কবিতার মাধ্যমে মেতে ওঠে প্রায় হাজারের অধিক শিক্ষার্থীরা। পরে রাত ৮.৩০টায় শেষ হয় আয়োজনটি।
