পর্দা নামল প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি’র

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

সমাপনী অনুষ্ঠানের মধ্যে তিন দিনব্যাপী প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি- ২০২৪ এর পর্দা নেমেছে। শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৪ অক্টোবর তিন দিনব্যাপী প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ওডিসি- ২০২৪ এর পর্দা উঠে। এতে ১৯টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এছাড়াও কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক খন্দকার আজিমুল হক পাপ্পু, আমন্ত্রিত অতিথি, অভিভাবকমন্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

AS/RH
আরও পড়ুন